ডাউনলোড
বেতাগৈর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক আতারামপুর। উক্ত ক্লিনিকের পাশে মো: নুরুল ইসলাম নামক এক ব্যক্তি থাকতেন। বিগত ৫ বছর ধরে ডায়াবেটিসে ভুগলেও সচেতনতার অভাব এবং অর্থাভাবে ঔষধ খাচ্ছিলেন না। বিগত দিনে তার ডায়াবেটিস পাওয়া যায় ২৬। আমরা টেলিমেডিসিনের মাধ্যমে তাকে চিকিৎসার আওতায় আনলেও অনেক দেরি হয়ে যায়। ওদিনই তিনি হৃদরোগে আক্রান্ত ও পরের দিন মৃত্যুবরণ করেন। এমন অনেক নূরুল ইসলামরা চিকিৎসার অভাবে মারা যায়। সবার প্রতি বিনীত অনুরোধ, প্রত্যন্ত অঞ্চলে টেলিমেডিসিন সেবা দিয়ে হলেও সমগ্র জনগোষ্ঠীকে চিকিৎসার আওতায় আনা প্রয়োজন। একই সাথে প্রয়োজন সবার সচেতনতা। দেশ মানে শুধু বিভাগীয় শহর না, একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষেরও অধিকার আছে সমান চিকিৎসা সুবিধা পাওয়ার। আসুন নিজেরা সচেতন হই, চারপাশের মানুষকে এ ব্যাপারে সচেতন করি....