জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিগত বৎসর সমূহে নান্দাইল উপজেলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এ সাফল্যের পুরষ্কার হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নান্দাইল ২০১৯ সালে বিভাগের সেরা উপজেলা হিসেবে ‘স্বাস্থ্যমন্ত্রীর জাতীয় পুরষ্কার ২০১৯’ অর্জন করে। নবজাতকের মৃত্যু হার ও মাতৃ মৃত্যু বিগত ৩ বছরে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ম্যালেরিয়া, যক্ষ্মা এবং কালাজ্বর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব রয়েছে। গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে ৩০টি কমিউনিটি ক্লিনিক পুনর্নিমাণ ও সকল কমিউনিটি ক্লিনিক যথাযথ জনবল ও পর্যাপ্ত ঔষধ ( ২৭ রকম ঔষধ) দিয়ে কার্যকর ভাবে চালু রয়েছে, যা গ্রামীণ জনগণের স্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে জনগণের দোড়গোরায় উন্নতমানের স্বাস্থ্য সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে।।স্বাস্থ্য ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার প্রবর্তন করা হয়েছে এবং এর ধারাবাহিকতায় উপজেলার স্বাস্থ্য খাতের বিভিন্ন সূচকের অনলাইন রিপোর্ট এর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ই-হেলথ সার্ভিস সেবা চালু করা হয়েছে। করোনা ভাইরাস প্যানডেমিক মোকাবেলার জন্য নিয়মিত আরটি-পিসিআর ও র্যাপিড এন্টিজেন পরীক্ষা হচ্ছে। আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যসেবায় প্রতিনিয়ত জনসম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও করোনাভাইরাস মোকাবেলায় ব্যাপক হারে টিকাদান নিশ্চিত করণ সহ সব ধরণের স্বাস্থ্য সেবায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , এক আস্থার প্রতিষ্ঠান হিসেবে নিরলসভাবে নিয়োজিত আছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস